লিমন হোসেন ঝিনাইদহ প্রতিনিধিঃ-ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ড্রাগন বাগানের প্রায় ৩ হাজার ধরন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বাগানের অর্ধেকেরও বেশি ড্রাগন গাছ কেটে ফেলায় সর্বশান্ত হয়ে গেছে কৃষক নুর আলী।
এ ঘটনায় শুক্রবার (২১ অক্টোবর ) দুপুরে কৃষক নুর আলী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর ) গভীর রাতে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ৫ বিঘা জমিতে গড়ে তোলা ড্রাগন বাগানে এ ঘটনা ঘটে।বাগানটিতে ১২ শ ড্রাগনের খুটি রয়েছে। আর এই খুটিগুলোতে ৫ হাজারেরও অধিক ড্রাগন ফলের গাছ রয়েছে।লিখিত অভিযোগে কৃষক নুর আলী উল্লেখ করেন,চাচড়া গ্রামের নঈমুউদ্দিন লস্কর এর দুই ছেলে মোবাশ্বের হোসেন (৪৮)ও মোফাজ্জল হোসেন (৪৩) এবং একই গ্রামের মোবাশ্বের হোসেন এর ছেলে সামাউল (২৫) ড্রাগণ বাগান শুরু করা প্রথম থেকেই নানাভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরাই গতরাতে আমার ড্রাগন বাগানে ঢুকে প্রায় ৩ হাজার ধরন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে। এতে করে আমার প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুধু তাই নয়; এই ক্ষতির কারণে আমি এক বছর সময় কাল পিছিয়ে গেলাম। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকের বাগান পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক নুর আলী বলেন, বাগানটি অনেক কষ্ট করে গড়ে তুলেছি। কিন্তু শত্রুতা করে মোবাশ্বের, মোফাজ্জেল ও সামাউল এতো বড় ক্ষতি করে দেবে আমার তা ভাবতেও পারিনি।আমি এদের উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।
অভিযুক্ত মোফাজ্জেল,মোবাশ্বের ও সামাউলের সাথে কথা হলে তারা জানান,নুর আলীর ড্রাগন বাগানের গাছ কাটার সাথে আমরা জড়িত নয়।তার করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম মোল্লা বলেন, এ ঘটনায় বাগান মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।