ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে বাদেডিহি আবাসন প্রকল্প ও মাজদিয়া আবাসন প্রকল্প এলাকায়
২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে গবাদী পশু ও হাস মুরগীর খামার স্থাপনের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কাশেম, হেলাল উদ্দিন ও ফিল্ড এ্যসিসটান রেজওয়ান কবির, মনিরুল ইসলাম ও এল এস পি, বারবাজার ইউনিয়নের রাজু আহম্মেদ। উঠান বৈঠকে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবাসনে বসবাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গবাদী পশু পালন ও হাস মুরগীর খামার স্থাপনের পরামর্শ দেন এবং আগ্রহীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উঠান বৈঠক শেষে গবাদীপশুর জন্য বিনামূল্যে লাম্পি স্কিন ডিজিজ টিকা ও ভেটেরিনারী মেডিকেল চিকিৎসা ক্যাম্পে দেখা হয় রোগাক্রান্ত গবাদীপশু।ওছাড়াও ফ্রী কৃমি নাশক ঔষধও বিতরণ করা হয়।