
মোঃ পারভেজ ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামের মাঠে গ্রীষ্মকালীন পেয়াজ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অনুষ্ঠানের মাধ্যমে পিয়াজ চাষে কৃষকের আয়বৃদ্ধিকরণ গ্রীষ্মকালীন পেয়াজ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার দেড়শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনীর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন ঝিনাইদহ জেলা উপ-পরিচালক কৃষিবিদ মো: কামরুজ্জামান।
অনুষ্ঠানে কৃষিবিদ মো: কামরুজ্জামান বলেন, আজকের মাঠ দিবসে না আসলে জানতামই না যে এখানে গ্রীষ্মকালীন পেয়াজ চাষাবাদ সম্ভবনা এত ভালো হয়। আমি নিজে মিজানুর ভাইয়ের পেয়াজের ক্ষেতটি ঘুরে দেখেছি অনেক চমৎকার ফলন হয়েছে।
তিনি কৃষকদের উদ্দেশ্য করে আরও বলেন, আপনারাও গ্রীষ্মকালীন পেয়াজ চাষ করতে পারেন। এতে একদিকে দেশের ঘাটতি পেয়াজের চাহিদা যেমন পূরণ হবে অন্যদিকে আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আক্তাজ্জামান মিয়া ।