মোঃ শাকিল রেজা স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সারায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরন অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৯৪০ জন কৃষককে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব প্রণোদণা দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্টানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খায়রুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।