
মোঃ মমিনুল ইসলাম কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।
কাশিমপুরে মুখোমুখি অটো দুর্ঘটনায় এক বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কাশিমপুর থানার কাজী মার্কেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, একটি অটো দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। ফলে অটোতে থাকা এক বয়স্ক লোক গুরুতর আহত হন।
বাকি যাত্রীরা কোনমতে রক্ষা পেয়েছেন।
এদিকে অটো ড্রাইভারকে আটকে রাখা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে নিকটস্থ ফার্মেসি দোকানের চিকিৎসা সেবার জন্য নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার ফলে রাস্তায় প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত এই রোডে প্রায়শই দুর্ঘটনা ঘটেই চলেছে। একে তো রাস্তার বেহাল দশা অন্যদিকে অটো গাড়ির প্রচুর দৌরাত্ম জনজীবনে ভোগান্তির সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন যত্র যত্রতত্র অটো চলাচল এসব দুর্ঘটনার কারণ ।
প্রশিক্ষিত ড্রাইভার এবং লাইসেন্স বিহীন অটো চলাচল কারণে এসব হচ্ছে বলে তিনি আমাদের জানান ।
কতক্ষদর্শীরা এইসব অটো গাড়ি র চলাচলের বিধিনিষেধপূর্বক প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।