মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও র্যাব যৌথ ভাবে একের পর এক অভিযান চালিয়ে বিপুল পরিমান মৎস্য আইনে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করেছে।
জানা গেছে, উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রায় সকল নদী খাল ও বিলে এলাকার এক শ্রেণীর মানুষ বেপরোয়া ভাবে জায়না জাল পেতে দেশীয় মাছ, শামুক, কুচিয়া কাকড়া, সাপ ধ্বংস করে ফেলছে। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে বার বার মাইকিং করে ও চৌকিদারদের দিয়ে তাদের জাল না পাতার জন্য আহবান করা হলেও কোন প্রকার ফলাফল পাওয়া যাচ্ছিলো না।
অবশেষে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় ও র্যাব -০৬ এর ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্প অফিসার মোঃ রাসেল আহমেদ অভিযানে নামে।
দিনব্যাপী এ অভিযানে উপজেলার ফুকরা ইউনিয়নে এবং কাশিয়ানী ইউনিয়নে চন্দনা বারাশিয়া নদী থেকে ৫০০ এর অধিক নিষিদ্ধ চায়না জাল আটক করা হয়। এসব জাল উপজেলা চত্তরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।