নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ টার সময় জয়নগর বাজারের রূপালী ব্যাংকের সাবেক কার্যালয়ের দক্ষিণ পাশে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ময়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হাবিব শেখ’এর ৩টি এবং মোঃ বাদশা গাহী’র ১টি মোট ৪টি চায়ের দোকান ভয়াবহ আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘর মালিকেরা।
ঘর মালিক ময়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের হাবিব শেখ বলেন, আমি ও আমার কর্মচারীরা
যখন যোহরের নামাজ পড়তে যাই তখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমার দোকানের পশ্চিম পাশের রুমে বিদ্যুতের সংযোগ ছিল না, তবে কিভাবে আগুন লাগলো তা আমি বলতে পারব না। ভয়াবহ এ আগুনে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার কর্মচারী মুন্না প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে বাজারের সাধারণ ব্যবসায়ীরা আগুন নিভাতে ছুটে আসে এবং কাশিয়ানী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের স্থানে এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনি।