মোঃ-মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- আগামী ২৯ শে নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে, উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০.০০ঘটিকার সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কাশিয়ানী মুকসুদপুর আসনের সংসদ জননেতা লেফটেন্যান্ট কর্নেল অবঃ ফারুক খান এমপি।
তিনি এ মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সৎ, ও কর্মীবান্ধব কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নেতা সম্মেলনে প্রদান করার লক্ষে, আগামী ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সুন্দর ও সফল করতে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একসাথে কাজ করার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার মিনাজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সরাফত হোসেন লাভলু মৃধা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লুথু মিয়া,কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোহাম্মদ আলী খোকনসহ,কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন হইতে আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।