মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিজ বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পুলিশের হাতে ধরা পড়ছেন দুই যুবক । তাহারা বর্তমানে কাশিয়ানী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
শনিবার (১৯ আগস্ট ২০২৩ ) বিকালে মাজড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ শিকদার ওরফে আলামিন, পিতা: ইলিয়াস শিকদার, গ্রাম : বাঠ্রইদোবা,ইউনিয়ন: সাজাইল ও খায়রুল শেখ,পিতা: রুহুল শেখ , গ্রাম : শিবপুর, ইউনিয়ন: পারুলিয়া উভয়কে আনুমানিক ৩-৪ ফুট গাজার গাছ এবং ৫টি ইয়াবা সেবন সরন্জাম স্টিক সহ আটক করে কাশিয়ানী থানা পুলিশ ।
খোজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহ শিকদার ওরফে আলামিন দেড় মাস পূর্বে গাজার গাছটি ক্রয় করে নিজ বাড়ির টবে বড় করতে থাকেন। গ্রেফতারকৃতরা উভয়েই পেশায় ভ্যান চালক এবং সম্পর্কে আত্নীয় ।
গোপন সুত্রে কাশিয়ানী থানা পুলিশ খবর পেয়ে মাজড়া বাজারের পাশে ইলিয়াস শেখের বাড়ি হতে উভয়কে আটক করে থানায় নিয়ে যায়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।