নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবী থানাধীন কালশি এলাকা থেকে বহু আলোচিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান(কুড়িগ্রাম-২ আসনে ২০১৮ নির্বাচনে এমপি পদপ্রার্থী)কে গ্রেফতার করেছে পল্লবী থানার পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সেকশন ১২, ব্লক ই – ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসা সম্প্যসারিত রূপনগর আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো.মাকসেদুর রহমানের নেতৃত্বে পল্লবী থানার পুলিশের ১৫ সদস্যর একটি টিম এবং সাংবাদিক দের সহযোগিতায় উপরোক্ত বাসায় অভিযান চালিয়ে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেন। পুলিশ জানান, গ্রেফতারকৃত আবু সুফিয়ানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরের উপর হামলার অর্থ যোগানদাতা ছিলেন । এবং তিতাস গ্যাসের অফিসের বারোশো কোটি টাকার আত্মসাৎ এর মামলা ও তার বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে।
উপ পুলিশ কমিশনার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত বাড়িতে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলি বাড়িওয়ালার কথা মতে ওই বাড়ি নিচ তলায় একটি ফ্ল্যাটে বাড়ির দারোয়ান মাধ্যমে রুমে দরজা খুললে আবু সুফিয়ানকে দেখতে পাই । পরে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি তার নাম পরিচয় দেন। তারপর আবু সুফিয়ানকে গ্রেফতার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশের হেফাজতে আছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর বুধবার সকাল ১১ টার দিকে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে আমরা রিমান্ড চাইবো।