শহীদুল্লাহ বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে নারায়ে তাকবির ,নারায়ে রেসালত ইয়া রাসূল আল্লাহ ধ্বনিতে প্রকম্বিত নগরীরর সড়কগুলো।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে রেজভীয়া দরবার শরীফ জেলা ও মহানগরের কমিটির উদ্যোগে জশনে জুলুস বের হয়েছে।
জশনে জলুসে নেতৃত্ব দেন রেজভীয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর ত্বরিকত শাহ্ সূফি বদরুল আমিন রেজভী ।
জশনে জুলুসের প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে।
জশনে জুলুসে উপস্থিত ছিলেন- রেজভীয়া দরবার শরীফে সৈয়দ জুবায়ের হোসাইন জুয়েল ।এডভোকেট জামাল উদ্দিন ভূইয়া রেজভী, মহানগর সাধারণ সম্পাদক আবদুর রহমান রেজভী, সাধারণ সম্পাদক ডা: মুহাম্মদ গোলাম মোস্তফা রেজভী।
র্যালিতে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে স্লোগানে নগরে সড়ক মুখরিত করে তোলে। জুলুস শেষে মুসলিম জনতা কুমিল্লা ঈদগাহ মাঠে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।