মো: ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধি:-সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” – এই স্লোগান নিয়ে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৩ রোজ মঙ্গলবার কু্য়াকাটা পৌরসভায় প্রথম বারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।
সকাল ৯:০০ টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন শুরু হয়।
আলোচনা সভায় আলোচনা করেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম দেওয়ান সহ আরো অনেকে।
পরবর্তীতে কুয়াকাটা পৌরসভার সকল ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, জ্ঞানী-গুণীজন, সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।
এ দিবসটি পালনের মাধ্যমে কুয়াকাটা পৌরসভা ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে, বলে প্রত্যাশা করেন পৌর মেয়র।
সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। কুয়াকাটা পৌরসভা অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে।