শাহিনুল ইসলাম লিটন,
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বিসিকের মা টেক্সটাইল নামক তুলা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সহ স্থানীয় জনতারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমজাদ হোসেন সরকার ও মোহসিন শেখ নামের এক ব্যবসায়ী মিলে কারখানাটি চালাতেন বলে জানা গেছে। কারখানায় ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হতো।
ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
বিসিক শিল্প নগরির ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, কারখানাটিতে ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হতো। কীভাবে আগুন লেগেছে তা এখনও নির্ণয় করা যায়নি।
বিসিকের ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান
‘ঝুট কাপড়, তুলা, মেশিনারীজ ও অন্যান জিনিসপাতি সহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।