শাহিনুল ইসলাম লিটন (স্টাফ রিপোর্টার):
কুড়িগ্রাম জেলার ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কার্যক্রমের আজ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক
জনাব মোহাম্মদ রেজাউল করিম।
উদ্বোধনী দিন মোগলবাসা ইউনিয়নের সেনের খামার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। এসময় সিভিল সার্জন জনাব মঞ্জুর এ মুর্শেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসেদুল হাসান,সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ মিনহাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত জেলা প্রশাসন কুড়িগ্রাম অত্যন্ত সফলতার সাথে করোনা ভাইরাস মহামারি মোকাবিলা করেছে। বুস্টার ডোজের পাশাপাশি অল্পবয়সী এই শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে করোনা ভাইরাসের সমূল উৎপাটন সম্ভব হবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। এসময় শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের জন্য জেলা প্রশাসক শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে চকোলেট বিতরণ করেন।