মোঃ ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা ছুটিতে হাজারো পর্যটকের মিলন মেলা বসেছে সমুদ্র কন্যা কুয়াকাটায়। এবার ঈদে লম্বা ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে অধিকাংশই পর্যটক ঢাকার রয়েছে ৷ পদ্মা সেতু চালু হওয়ার পর এই প্রথমবারের মতো ঈদের লম্বা ছুটি উপভোগ করতে দেশের নানা প্রান্ত বিশেষ করে ঢাকা থেকে ছুটে এসেছে পর্যটক। ফেরি বিহীন কুয়াকাটা, ভাবতে গেলে রূপকথার গল্পের মত মনে হয়, তবে এটা গল্প নয় বাস্তব ভ্রমণে এবারের ঈদে ব্যাপক পর্যটকের ভিড় রয়েছে।
বর্তমানে ঢাকা থেকে মাত্র ৬ ঘন্টা পৌঁছানো যায় কুয়াকাটায়। পর্যটকের এমন উপস্থিতিতে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাই কুয়াকাটার একাধিক পর্যটন স্পট পর্যটকদের পদচারনায় সরগরম হয়ে উঠছে।
পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুত উপজেলা প্রশাসন,কুয়াকাটার আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
সরজমিনে গিয়ে দেখা যায়, এক এক পর্যটক এক এক রকমের আনন্দ করছে, এক দিকে গভীর সমুদ্র টা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ ভেঙে পড়ছে। ঢেউ এর সাথে পরিবার-পরিজন প্রিয়জনকে নিয়ে আনন্দ মেতেছে উঠছে ।
পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার পাশাপাশি সাগর সৈকতে ছাতার নিচে বসে সমুদ্রের উত্তাল ঢেউ অবলোকনের সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের কুয়াকাটা ভ্রমণের সকল রেকর্ড এবার ছাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার ফলে।
খুশির ছোঁয়া দেখা গেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের, কুয়াকাটার ভ্রমনীয় স্থান গুলোতে পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যস্ততার কাটাচ্ছে হোটেল কর্মকর্তা, মোটর গাইড, ফটোগ্রাফার, শুটকি মার্কেট ঝিনুক মার্কেট, আচার মার্কেট সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ।
এদিকে রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমনে কুয়াকাটা মহাসড়কে প্রায় ২ কিলোমিটার জুড়ে তিব্র যানজটের সৃষ্টি হওয়ায় যানজট নিরোশনে পৌর মেয়র আনোয়ার হাওলাদার কে গতকাল ভোররাত থেকে সকাল পর্যন্ত রাস্তায় ট্রাফিকের ভূমিকায় দেখা গেছে। এসময় মেয়রের এমন কর্মকান্ডে খুশি আগত পর্যটকরা ও সাধারণ মানুষ।
ঢাকা থেকে আসা পর্যটক রহমান বলেন, অফিস থেকে ছয় দিনের জন্য ছুটি পেয়ছি, তাই এই সুযগ আর হত ছাড়া করলাম না পদ্মা সেতু হয়ে সেজা কুয়াকাটা ৷ অনেক সুন্দর লাগছে ৷
ঢাকা থেকে আসা জান্নাত জানান , পদ্মা সেতু আমাদের বড় উপাহার দিয়েছে প্রধানমন্ত্রী , আজ আমরা স্বপ্নের উপর দিয়ে কুয়াকাটায় ভ্রমণে আসছি ৷
শুটকি ব্যবসায়ি সোহেল রানা বলেন , আন্নাহর রহমাতে ভালো বেচা বিক্রি হইতে আছে ৷
আচার ব্যবসায়ি ফারুক জানান, আজ যে পরিমন পর্যটক কুয়াকাটায় এসেছে এই বছরে সেরা, তবে আজ লক্ষ করলাম বেশি পর্যটক ঢাকার অনেক ভালো বেচা বিক্রি ৷
হোটেল মোটল ওনার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোতালেফ শরীফ জানান , কুয়াকাটা আজ প্রচুর পরিমান পর্যটক এসেছে, এর মধ্য অনেক পর্যটক ঢাকা থেকে এসেছে। অমরা হোটেল কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে দিছি তারা সব সময পর্যটকদের সেবার জন্য প্রস্তুত রয়েছে ৷
কুয়াকাটা শুভ সংয ক্লাবের সাধারণ সম্পাদক বলেন ,আমরা সামাজিক সংগঠন পর্যটক এর সেবার জন্য প্রস্তত রয়েছি ৷
পর্যটক নিরপতা দিতে কুয়াকাটার আইনশৃঙ্খলা বাহিনী জনান, রেকর্ড সংক্ষক পর্যটকদের মিলন মেলা বসেছে কুয়াকাটায়, আমরা পর্যটকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছি ৷