মো: ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধি :-পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি মহোদয় কলাপাড়া উপজেলার কুয়াকাটা বীচ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন এলাকার সার্বিক চিত্র তুলে ধরেন পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মহিববুর রহমান এমপি মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ। পরির্শন শেষে মাননীয় মন্ত্রী মহোদয় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের যথাযথ মান বজায় রেখে দ্রূত শেষ করার নির্দেশনা প্রদান করেন।
কুয়াকাটা ভাঙ্গোনরোধে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে কুয়াকাটায় ভাঙ্গনরোধের প্রকপ্ল বাস্তবায়ন করানো হয় এবং স্থায়ী ভাঙ্গনরোধ ও সৌন্দর্য বর্ধনের জন্য ৯৭৫ কোটি টাকা প্রকল্প খুব শিগ্রই বাস্তবায়ন হবে বলে আশস্ত করেন।
এ সময় প্রতিমন্ত্রী কুয়াকাটা পর্যটন শিল্পকে উন্নত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট চান।