খুলনা ব্যুরো প্রধান: কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২৪ এ ভোট প্রদান ও শহীদ শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শনঃ
আজ ২৮ মে ২০২৪ খ্রিঃ, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার বেলা ১১.২৫ মিনিটে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২৪ এ ভোট প্রদান শেষে শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেন।
উক্ত ভোটকেন্দ্র পরিদর্শনকালে কমিশনার মহোদয় প্রার্থীদেরকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। এবং সেই সাথে যারা ভোট দিতে আসবে তারা সঠিকভাবে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মোঃ ইমদাদুল হক; শহীদ শেখ আবু নাসের স্টেডিয়াম ভ্যেনু সমন্বয়কারী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান রাসেল; খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জনাব মোঃ ইকবাল এবং খালিশপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার হোসেন-সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেলের সাংবাদিকগণ ।