আবু বকার সিদ্দীক হিরা: ( খুলনা ব্যুরো প্রধান )সোমবার সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় কর্তৃক খুলনা থানায় আগত সেবা প্রত্যাশীদের জন্য নবনির্মিত ক্ষণিকালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় প্রধান অতিথি হিসেবে খুলনা থানায় আগত সেবা প্রত্যাশীদের জন্য নবনির্মিত ও নতুন স্থাপনা ক্ষণিকালয়ে কেক কেটে শুভ উদ্বোধন শেষে সকল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ক্ষণিকালয়ের নির্মাণ শৈলী দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম.এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব মো: ইমদাদুল হক; খুলনা থানা আওয়ামীলীগ সভাপতি জনাব এ্যাড. সাইফুল ইসলাম; কেসিসি ২৮ নং ওয়ার্ড কাউন্সলির জনাব মোহাম্মদ জিয়াউল আহসান টিটু; খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান; আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আল মামুন এবং খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামাল হোসেন খাঁন, পিপিএম-সেবা-সহ প্রমূখ ব্যক্তিবর্গ ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।