নিজস্ব প্রতিবেদক :ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জে ডিবি পুলিশের এসআই অপূর্ব দত্ত ও এএসআই সুমন চৌধুরীর অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীর কাছে ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। তাদের নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল অনুমান সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকাটিয়া থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দুই জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত মোড়ল ব্যাপারীর ছেলে সুলতান ব্যাপারী (৪০) ও শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩৫)।
ডিবি পুলিশের ওসি মোঃ জাফর আলী বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান ব্যাপারী ও সুমন মিয়াকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।