জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ার) সকালে পৌর এলাকার দুধসরা বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে থেকে কালীগঞ্জ টু খালিশপুর গামি সড়কে ব্লু রঙের তিন চাকার মহেন্দ্র গাড়ি সহ ঝিনাইদহের বেড় গোপীনাতপুর গ্রামের ঈমান আলীর ছেলে রাজু আহাম্মেদ (৫৫), পোড়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (৫২), গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন কে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে।
তাদের কাছ থেকে উদ্ধার কৃত গাড়ি ও গাঁজার মূল ৩ লাখ টাকা।
মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের রুজু করে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।