জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ৪২ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার (২৮ মে)সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই, মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর থানাধীন পৌর এলাকার দুধসারা বাসস্ট্যান্ড স্থান থেকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (৩০) কে ৩০ বোতল ও কাগমারী নামক স্থান থেকে ডেমরা থানার ডিএমপি ঢাকার মৃত আব্দুল বাবরি হাওলাদারে ছেলে আওলাদ হাওলাদার (৫৫) কে ১২ বোতল ফেন্সিডিল সহ আটক করে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।