ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল পিপিএম-বার জানান বিভাগীয় নগরীকে মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ( অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি (প্রাপ্ত) এর দিকনির্দেশনায়প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) দিকনির্দেশনায়
রবিবার (২৪ জুলাই ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জন মাদক ব্যবসায়ীসহ অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করেছেকোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই মাঝে কোতোয়ালী মডেল থানার এএসআই সুজন চন্দ্র সাহা সহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন বোররচর ডিগ্রীপাড়া ব্রহ্মপুত্র নদের চর হইতে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়ীকে হাতেনাতে ধৃত করেন এবং জুয়াড়ীদের নিকট হতে সামুদ্রিক কড়ি ৭০ (সত্তর) টি, নগদ ২২,৮৫০/- (বাইশ হাজার আটশত পঞ্চাশ) টাকা যাহার মধ্যে ১০০০/-টাকার নোট ০৫টি, ৫০০/-টাকার নোট ১৭টি, ১০০/-টাকার নোট ৭০টি, ৫০/-টাকার নোট ৪৭টি উদ্ধার করা হয়।
জুয়াড়ীরা হলোঃ মো: সাহেব আলী (৫৮), পিতা-মৃত ছফেদ আলী, মো: জলিল(৩৬), পিতা-সাহেব আলী,
উভয় সাং-বোররচর ভাটিপাড়া, মো: দেলোয়ার (৬০), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-বোররচর ডিগ্রীপাড়া, মো: কাশেম আলী (৬৫), পিতা-মৃত হযরত আলী, সাং-সানাদিয়া, মো: শফিক আহম্মেদ (৫৮), পিতা-মৃত আলী আজম, সাং-ভাবখালী মধ্যপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
মো: মাহাবুব ( ৩৩), পিতা-মৃত মনসুর, সাং-মঙ্গলবাড়ী, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ, মো: বিশু (৩৫), পিতা-হাফেজ শেখ, মো: নাজমুল (১৯), পিতা-মৃত মোস্তফা কামাল, উভয় সাং-পুরারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর।
এসআই রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া হাবুল বেপারী মোড়স্থ তাজন হাজন রোডস্থ জনৈক মোঃ ফুল মিয়া(৫২) পিতামৃতঃ লালু বেপারীর বসতবাড়ী হইতে ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। আসামীদের নিকট হতে মোট ৩ কেজি গাঁজা, ১টি ওজন পরিমাপক যন্ত্র যাহার উপরে ষ্টীল দেওয়া, মাঝখানে সাদা এবং নিচের অংশ কালো যাহার গায়ে ইংরেজীতে Digital Weight Scal উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত
মাদক ব্যবসায়ীরা আছমা (২৮), স্বামী-রফিকুল ইসলাম, জুয়েল ওরফে জুলু (৪০), পিতা-চান মিয়া, ফুল মিয়া(৪৮), পিতামৃতঃ লালু বেপারী, সর্ব সাং-আকুয়া হাবুন বেপারী মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এসআই তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন ০২নং ওয়ার্ডস্থ কাশর মোড় জুয়েল এর ফ্লেক্সিলোড এর দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে স্বচ্ছ পলিথিন প্যাকেটে রক্ষিত ২০(বিশ)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০২(দুই)গ্রাম উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী হলেনঃ
শান্ত (২০), পিতামৃতঃ জমশেদ আলী, সাং-কাশর মোড়লবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এসআই তানভীর আহমেদ ছিদ্দিকী এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাসকান্দা বাসস্ট্যান্ডের শালবন সুপার বাস টিকিট কাউন্টারের সামনে পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে ০১জন আসামী গ্রেফতার করা হয় এবং ০২জন আসামী পালিয়ে যায়। ধৃত আসামীর নিকট হতে (১) একটি প্লাস্টিকের কালো বাটযুক্ত ধারালো চাকু, যাহা স্টীলের তৈরী ও যাহার বাট সহ সম্পূর্ন দৈর্ঘ্য ২৫ (পঁচিশ) সেন্টিমিটার, যাহার ধারালো স্টীলের অংশের দৈর্ঘ্য ১৩.৫ (তের দশমিক পাঁচ) সেন্টিমিটার এবং যাহার খালি প্লাস্টিকের বাটের দৈর্ঘ্য ১১.৫ (এগার দশমিক পাঁচ) সেন্টিমিটার। উক্ত ধারালো চাকুর স্টীলের উপরে HBPX লেখা সহ অন্যান্য লেখা বিদ্যমান উদ্ধার করা হয়। ধৃত আসামী হলোঃ মোঃ সোহেল(২৩), পিতা-ইদু মিয়া ,স্থায়ী: গ্রাম- ব্রাহ্মপল্লী (ব্রাহ্মপল্লী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ।
এসআই উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর এলাকা হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ০২জনকে গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয় হলোঃ হৃদয়(২০), পিতা-মৃতঃ আব্দুস ছাত্তার, মাতা-রিনা বেগম, সাং-চর হরিপুর, মোঃ রাসেল মিয়া (২৪), পিতামৃতঃ বিল্লাল হোসেন, সাং-ব্রাহ্মপল্লী বকুলতলা মসজিদের সামনে, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এ ছাড়াও এসআই(নিঃ) আনোয়ার হোসেন এবং এএসআই(নিঃ) ইলিয়াছ খান মোট ০৩টি জিআর বডি তামিল করেন। তারা হলোঃ রিপন, পিতা-বাচ্চু মিয়া, সাং-কাচিঝুলি হামিদ উদ্দিন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ সেলিম মিয়া, পিতামৃতঃ কছিম উদ্দিন ওরফে কছু, সাং-উজান ঘাগড়া (কসাইবাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ সেলিম মিয়া, পিতামৃতঃ কছিম উদ্দিন ওরফে কছু, সাং-উজান ঘাগড়া (কসাইবাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।