জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম এর অংশ হিসেবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ২৩ শে জানুয়ারী (মঙ্গলবার) ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। তদারকিমূলক অভিযান পরিচালনাকালে বিভিন্ন খাদ্যপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোরসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানের সময় সহযোগিতায় ছিলেন মোঃ শরিফুজ্জামান তুহিন, সদস্য ক্যাব, কোটচাঁদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এই তদারকি নিয়মিত চলমান থাকবে।