জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর কাঁচাবাজারের হাইওয়েতে চলন্ত ট্রাকের ধাক্কায় রিক্সার যাত্রী হাসিবুল (১৬) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি পৌর এলাকার জসীম উদ্দীনের ছেলে। উপজেলার পৌর
রেলস্টেশন এলাকায় তার বাড়ি অবস্থিত। শনিবার (২৭জানুয়ারী) দুপুরের দিকে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছেন। ঘটনা স্থলে আসার পর দুর্ঘটনায় কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছেন ।