জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ ঝনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ই জানুয়ারি (মঙ্গলবার) সকালে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে খেলার শুভ উদ্বোধনের ঘোষণা করেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী(অবঃ)।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন,
প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির লতা, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ক্রিয়া শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, পৌর আঃলীগ নেতা আরব বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন ও ভলিবল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।