জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে শুকুর আলী নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭শে এপ্রিল) সকালে সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ হলে নিজেই সেচপাম্পের পানিতে নিজের শরীরকে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রাখে। এরপর একটু সুস্থ অনুভব করলে মাঠ থেকে বাড়ির দিকে হেঁটে আসার সময় পথিমধ্যে অজ্ঞান হয়ে পড়লে তরিকুল ও আবু তালেব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শুকুর আলী কোটচাঁদপুর উপজেলার বলুহর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
মৃত শুকুর আলী (৭৫) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়ার মৃত সদর উদ্দিনের ছেলে।