জাহাঙ্গীর আলম ,স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা,নেতিবাচক সামাজিক প্রথার প্রকৃতি ও প্রভাব বিষয়ে ৯ ডিসেম্বর শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মনববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন। মানববন্ধনের উদ্দেশ্য ও লক্ষ্য জেন্ডার ভিত্তিক সহিংসতা,সহিংসতার ধরণ ও প্রভাব ও জেন্ডার পরিস্থিতি সামাজিক নেতিবাচক আচরণ পরিবর্তনে সোসিও-ইকোলজিক্যাল মডেলর গুরুত্ব জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নেতিবাচক প্রথা পরিবর্তন করে ইতিবাচক জেন্ডার বৈষম্য দূরীকরণে তথা নারী নির্যাতন রোধ করা। মানববন্ধনে উপস্থিত ছিলেন , উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা চেয়ারম্যান শরীফুন্নেছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যার পিংকি খাতুন,সাংবাদিকবৃন্দ।