বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
মনপুরায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু গলাচিপায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গৌরীপুরে ঐক্যবদ্ধ বিএনপি: এডভোকেট নুরুল হক ক্রীড়াঙ্গনে হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের তজুমদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। জামালপুরে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা গলাচিপায় বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য গ্রহণ ফরম বিতরণ ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ শিক্ষার্থীর সংবর্ধনা বান্দরবানের রুমায় কেএনএ এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃ জিঃ) নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বৃষ্টিকে উপেক্ষা করে আমতলীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ধলী গৌরনগর পূর্ব শাখার উদ্যোগে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব-১৪, এর অভিযান পরিচালনা করে ১৯ জন দালাল চক্র গ্রেফতার। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক রাঙ্গাবালীতে গরু চুরি করতে গিয়ে আটক ৫ উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কোটালীপাড়া দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ।

সংবাদ প্রকাশের জের ধরে গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের বড় ব্রিজের সামনে দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ করেছে।

গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও মেহেদী হাসনাতকে আটক করে হামলাকারীরা।

ঘটনার সময় মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মো. আজিজুল হক হাওলাদার এবং আ. রশিদ হাওলাদারের ছেলে মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে, অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা তার পকেট থেকে ৩০,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এই ধরনের বর্বরোচিত হামলা কেবল সাংবাদিকদের নিরাপত্তার ওপরই আঘাত হানে না, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও সরাসরি প্রভাব ফেলে। এটি গোটা জাতির জন্য কলঙ্কজনক এবং সংবাদপত্রের স্বাধীনতাকে স্তব্ধ করার স্পষ্ট চেষ্ঠা।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এক প্রেস বিবৃতিতে বলেন,আমরা দুই সাংবাদিকের উপর সংঘটিত এই নৃশংস, পরিকল্পিত এবং সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা জাতির বিবেক; তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আমাদের গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি, এবং সাংবাদিকদের উপর যে কোনো ধরনের সহিংসতা এই স্বাধীনতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। একই সঙ্গে প্রশাসনকে প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে, সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি; তাই আমরা আশা করি, প্রশাসন দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করে এমন ঘটনায় ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধ করবে এবং সাংবাদিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নিরাপত্তার ওপরই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। আমরা দাবি জানাচ্ছি—কোটালীপাড়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে চাকরিচ্যুত করা হোক। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করছি।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) রাষ্ট্র ও প্রশাসনের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর আহ্বান জানাচ্ছে। আমরা দাবি করছি, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

B.C.P.C প্রতিষ্ঠালগ্ন থেকে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি, রাষ্ট্র ও প্রশাসন সক্রিয় হস্তক্ষেপ করে হামলাকারীদের আইনের আওতায় আনে এবং সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991