ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার: “আদালতের রায় অমান্য করে যারা মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন করে তাদের ৯০% বিএনপি জামায়েত ও রাজাকারের সন্তান”বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
বৃহস্পতিবার মিরপুরের দিয়াবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গৃহ নির্মাণ প্রকল্পে ঢাকা-১৪ আসনে বরাদ্দকৃত উপহার ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন পিছিয়ে পড়া বাংলাদেশের হাল ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করতে নানা প্রকল্প হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে আপনারা এই গৃহ নির্মাণ বাবদ উপহার পেয়েছেন।
এছাড়াও তার বক্তব্যে দেশের চলমান কোটাবিরোধী আন্দোলনের পক্ষে যারা অবস্থান করছেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন – মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে। আজকালের ভার্সিটি পড়ুয়া ছেলেরা যে কোটা বিরোধী আন্দোলনে যায় তারা হয়তো ভুলে গেছে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন না করলে আজ তারা ভার্সিটিতে পড়তে পারতো না। এ সময় তিনি আরো বলেন এই কোটা বিরোধী আন্দোলনে যারা যায় তাদেরকে বিএনপি-জামায়াত ও রাজাকারের বংশধররা উস্কানি দেয়। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা কোটাবিরোধী আন্দোলনে যায় তাদের এই আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ডেউ টিন ও চেক উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।