বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত সহ ১০ জন গ্রেফতার।

মোঃ শাহ সৈয়দ খাঁন 
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই রোধ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এসআই আশরাফুল হাসান সহ এএসআই আমীর হামজার নেতৃত্বে একটি টীম নগরীর বাশঁবাড়ী এলাকা থেকে চুরি মামলায় জড়িত এজাহারনামীয় চার আসামীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শরীফ, আছমা আক্তার, রুমি আক্তার ও বিউটি আক্তার। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর অলকা নদী বাংলা, রামবাবু রোডে মোহিনী জুয়েলার্সে, অভিযান পরিচালনা করে মামলার অপর আসামী শ্যামল কর্মকারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাই হওয়া মালামাল স্বর্নের ৩টি চেইন, ৪টি আংটি ও ২ জোড়া কানের দুল, বাজার মূল্যে দুই লাখ টাকার স্বর্ণোলংকার উদ্ধার করে পুলিশ।

এছাড়া এসআই আশিকুল হাসান, এএসাই আব্দুস ছাত্তার, এসআই ফারুক, এসআই মানিকুল এবং এএসআই ফারুক আহমেদ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুইজন ও পরোয়ানাভুক্ত সহ আরো ৫ জনকে গ্রেফতার করে। তারা হলো, মাহবুব, মোঃ ওয়াইজ হাসান, বিল্লাল হোসেন, নূরে আলম ও মোঃ শান্ত দেওয়ান।গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991