ময়মনসিংহ আজ কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) ০২/১০/২০২২ খ্রিঃ রবিবার সকালে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন মন্ডপে পূজা অর্চনাকারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসকারীদের কোন স্থান নেই। যারা এধরনের অপচেস্টায় লিপ্ত রয়েছে, তাদের কোন ছাড় দেয়া হবে না বরং তাদেরকে স্ব-মূলে উৎপাটন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ বিভিন্ন পূজা মন্ডপ এর নেতৃবৃন্দ।