ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, মাদক, জুয়া, চুরি-ছিনতাই ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঁইয়া পিপিএম এর কঠোর নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এসআই শাহ্ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসকান্দা এলাকার হাসান আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ আহম্মেদ (২৮), বাগমারা এলাকার মনোরঞ্জন সরকারের ছেলে শান্ত (২৬), কে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আাসামীদের কে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।