মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ আল আমিন ওরফে বাবু (৩০) পিতা জাহাঙ্গীর হোসেন ১৮ সানকিপাড়া (নর্থ) থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ কে গত ১৯/১২/২০১৯ তারিখ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ কর্তৃক ৪৫ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়।
মামলাটি তদন্ত শেষে দ্রুততম সময়ে আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ আদালত দ্রুততম সময়ে সাক্ষী প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ২০২১ সনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। উক্ত আসামি দীর্ঘদিন পর্যন্ত পলাতক থাকার পর অদ্য ৬ ফেব্রুয়ারি সোমবার মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়।