স্টাফ রিপোর্টারঃ
৩১ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। ত্রিবার্ষিক কাউন্সিলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেককে সভাপতি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিয়ামতপুর প্রেসক্লাবের প্রতিনিধিরা ফুলেল সংবর্ধনা জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্যমন্ত্রীর নওগাঁ বাসভবনে নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত হয়ে সংবর্ধনা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন।
নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, নওগাঁ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার কৃতিসন্তান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে আবারও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।