আবুবক্কার সিদ্দিকী হেরা (খুলনা) ব্যুরো প্রধান: খুলনায় র্যাব-৬ সদস্যরা এক মাদক কারবারীকে প্রায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ ডিসেম্বর) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কেএমপির খানজাহান আলী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আটক ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন (২৭)। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার আয়নাল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে শনিবার ভোরে আভিযানিক দলটি কেএমপি খুলনার খানজাহান আলী থানাধীন মোড়ল ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হচ্ছে।