আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ খুলনার ময়লাপোতা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানা নামে এক যুবক নিহত হয়েছে। এসময় পলাশ নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়লা পোতা’র আহছানউল্লাহ কলেজ গেটে এ ঘটনা ঘটে। মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
জানাযায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বিহারি রানাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষনা করে। তাঁর গলায় গুলিবিদ্ধ হয়েছে।