রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

খুলনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ বার পঠিত

 

আবু বকার সিদ্দীক হিরা ( খুলনা ব্যুরো প্রধান ):  খুলনায় বিদেশে পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (৩০ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জের মোঃ মানিকের ছেলে সোহাগ হোসেন (৩৫) এবং খুলনার টুটপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩)। এরমধ্যে খুলনায় ভাড়া বাড়িতে থেকে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত ছিল।
প্রেসব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে নগরের লবণচড়া থানা দিন আমতলা মদিনাবাদ উকিলের কালভার্টের সামনে পুলিশের একটি টিম টহলরত ছিল। এ সময় মোঃ সোহাগ হোসেন নামের এক যুবক পুলিশকে দেখে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে সন্দেহবশত: তাকে দাড় করানো হয়। কি করে দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তার দেয়া তথ্য মতে নিকটবর্তী আর্জুর কালভার্ট এলাকা থেকে তার সহযোগী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে রাতেই খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল নামক এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির টিনের নিচে বালুর ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ লোড করা একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবনচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, মাদকসহ ফৌজদারি আইনে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991