খোরশেদ আলম সাগর, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলার গংগাচড়া উপজেলায় ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
গংগাচড়া উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ।
এসময় বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান, নোহালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।