কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সেগুনবাগিচা অডিটোরিয়ামে গণত্রান্তিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২১/১২/২০২৪ ইং তারিখে উক্ত আলোচনার বিষয়বস্তু ছিল, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৫৩ বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক আলোচনা।
সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ও ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুমায়ুন কোবির বেপারী, মহাসচিব, বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট,ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতি দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাতীয়তাবাদী দলের উত্তরের সভাপতি আব্দুস সালাম খান। অনুষ্ঠানের ব্যক্তিবর্গ ১৬ই ডিসেম্বর বিজয়ের গৌরবের ইতিহাস বাঙালি জাতির, অকুতোভয় সৈনিক, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে আলোচনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংস্কৃতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ, গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, ডাক্তার বুদ্ধিজীবী, এবং সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন (শামীম) সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে স্বাধীনতা ক্রেস্ট প্রদান করা হয়।