স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম জামাল বলেছেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করতে চান। বিগত সরকার গুলো সাংবাদিকদের নিয়ে তেমন কোন কাজ করেননি, আমরা করতে চাই। বর্তমান সরকারও সাংবাদিকদের জন্য কিছু করেনি। তারা সংস্কারের নামে যা সংস্কার শব্দটিকে সর্বোচ্চ বিতর্কিত করে ফেলেছে। তিনি সোমবার রাজধানীর দৈনিক বাংলায় হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের হলরুমে আয়োজিত এক দোয়া ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি দেশের সাংবাদিকদের তালিকাও জরুরী। সাংবাদিক নিয়োগ নীতিমালাও তেমনি গুরুত্বপূর্ণ। এগুলো না থাকায় পেশাটি অরক্ষিত এবং মর্যাদাহীন অবস্থায় আছে। দেশ গঠনের পর বিভিন্ন দলীয় সরকার এসেছে, চলেও গেছে। কিন্তু কোনো সরকারই সাংবাদিকদের জন্য চিন্তা করেননি। পাশাপাশি তিনি সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি সোমবার রাজধানীর দৈনিক বাংলা সংলগ্ন রহমানিয়া ইন্টারন্যাশনাল রূপটফে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিল এবং সাংবাদিকদের মাঝে ঈদ সম্মানী চেে প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেছেন।
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান।
স্বাগত বক্তা ছিলেন ম্যাক টাওয়ার লিমিটেডের চেয়ারম্যান লায়ন মোঃ বশিরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়শনের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার।
বিশেষ অতিথি ছিলেন দেশ টেলিভিশনের হেড অব নিউজ মহিউদ্দিন, বাংলাদেশ এডিটরস ফোরাম মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলা একাডেমীর আজীবন সদস্য লায়ন খান আক্তারুজ্জান এমজেএফ, জোনাকী এন্টারপ্রাইজের সিইও মুজিবল হক খোকন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষের প্রধান উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম, স্বপীন ফাউন্ডেশন চেয়ারম্যান মন্জুরুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব রফিকুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
অনুষ্ঠন পরিচলনা ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক সায়েম ইসলাম টুটুল।