গফরগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো: রতন সরকার
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬শে অক্টোবর বৃহস্পতিবার বিকালে গফরগাঁও উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর স্থানীয় আলতাফ গোলেন্দাজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দেশের প্রতিটি উপজেলা একটি করে স্টেডিয়াম নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় স্টেডিয়াম নির্মাণ হচ্ছে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে ও তরিকুল ইসলাম রিয়েল ইউপি চেয়ারম্যান এর পরিচালনায় গফরগাঁও উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক(উপসচিব)শেখ রাসেল মিনি স্টেডিয়াম জনাব মাহাবুব মুর্শেদ সোহেল, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (ময়মনসিংহ) মাসুদুর রহমান, সহকারি পুলিশ সুপার(গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, গফরগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গফরগাঁও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আতাউর রহমান, গফরগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন, যুব অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক সহ গফরগাঁও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ, স্থানীয় নেতৃবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।