খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গলাচিপা পৌর শহরে পরিচালিত হয়েছে বিশেষ অভিযান। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বড়তলা এলাকায় এ অভিযান পরিচালনা করে প্রশাসন।
জানা যায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে গলাচিপা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের মালিকানাধীন মেসার্স পাল স্টোর, তার গুদামঘর ও মদন পালের দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই জরিমানা আদায় করেন। জব্দকৃত পলিথিনগুলো তাৎক্ষণিকভাবে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়।
স্কোয়াড লিডার রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি করছে। পরে আমরা যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করি। পরিবেশের ক্ষতিকর এই পলিথিনের ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি বলেন, জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদী-খাল দূষণ ঠেকাতে এসব অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, শুধু অভিযান নয়, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও সরকার ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।