খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলা থেকে ২৩ মার্চ রবিবার বেলা ১১.০০ টায় গলাচিপা পৌরসভার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম রোধে অভিযান পরিচালনা করা হয়।
তাহাতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় কয়েকটি প্রতিষ্টানকে আর্থিক জরিমানা করা হয়। গলাচিপা পৌরসভার কলেজ পাড়া ভাই বোন স্টোর প্রোপ্রাইটর মো: নজরুল ইসলাম মৃধার মোদিমনোহরী দোকানে সান ব্রান্ডের ১ লিটার বোতলজাত সয়াবিন তৈল যাহার গায়ে মূল্য ১৫০ টাকা কিন্তু উক্ত সয়াবিন তৈল ১৬০ টাকায় বিক্রি করার অভিযোগে ৩,০০০/- টাকা অর্থ দন্ড এবং বনানী সড়কে হানিফ বেকারিতে বিভিন্ন অনিয়মে ৪,০০০/- টাকা, সদর রোডে জসিম কসমেটিকস দোকানে অনিয়মের অভিযোগে ১,০০০/- টাকা অর্থ দন্ড করা হয়। উক্ত অভিযানে গলাচিপা থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান তাদের এই অভিযান অব্যাহত থাকবে।