গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
পাহাড় নয় নদীপাড়ে আবাদী জমি নষ্ট করে কাটা হচ্ছে মাটি, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর এলাকায় মর্চ্চ নদী পাড়ে দিনে দুপুরে ও রাতের আধারে ভূমি আইন লংঙ্ঘণ করে আবাদি জমির মাটি কেটে নিয়ে যাওয়ায় মাটি কাটা উৎসবে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্যের ভিক্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেড প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে একাধিকবার ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হলেও এখনো থামেনি বালু ও মাটি উত্তোলনের মহাযজ্ঞ। যাওয়া আসার একমাত্র রাস্তার পাশে হওয়ার পরে অত্র ইউনিয়নের ভূমি অফিসের সংশ্লিষ্টরা দেখে না দেখার ভান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গণেশপুর বাজারের মুদি দোকানি বালু খেকো এমদাদুল,সিরাজুল,রায়হানসহ একাধিক ব্যক্তি এসব মাটি বিক্রি সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। এদের মধ্যে মুল হোতা এমদাদুল দিনে রাতে উক্ত এলাকা হতে ১০ টির অধিক ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি চালিয়ে যাচ্ছেন। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।