গাইবান্ধায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ভাংচুর ও মারপিটের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে (১৩ নভেম্বর রবিবার) প্রথমে মানববন্ধন বিক্ষোভ ও পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিলেন ভুক্তভোগিসহ এলাকাবাসীরা।
গাইবান্ধা জেলা ট্রাক ট্রাংলরী ও কার্ভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সুজন মিয়া ওরফে জলে ড্রাইভার স্বাক্ষরিত এক অভিযোগ পত্রে জানা গেছে গত ১১ নভেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে দক্ষিণ ধানঘড়া এলাকায় তার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল।
জনৈক এক প্রতিবেশী এবং সদর থানায় কর্মরত কয়েকজন পুলিশ সদস্য অতর্কিতভাবে ওই বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে বিদ্যুতের লাইন টানাহেঁচড়া এরপর ভাড়াকৃত সাউন্ড বক্স ও মেশিন গুলো টানা হেচড়া করার সময় মহিলাদের উপর চড়াও হয়ে মারপিট এবং ভাঙচুর চালায় তারা।
ওই সময় পুলিশ সদস্যরা মহিলাদের মারপিট শ্লীলতাহানি, চেয়ার-টেবিল ভাঙচুর এবং সাউন্ড বক্সের মিক্সার মেশিন নিয়ে যায় বলেও জানান ভুক্তভোগীরা।
পরে এলাকাবাসীর অভিযোগ শুনে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।