রানা ইস্কান্দার রহমান গাইবান্ধার জেলা ব্যুরো প্রধানঃ
উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধায় তীব্র শীতে শীতবস্ত্রের অভাবে শান্তিতে ঘুম হচ্ছিল না শহরের হাফিজিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা”র এতিম শিক্ষার্থীদের। বিষয়টি মানবিকতার সহিত বিবেচনায় ২২জানুয়ারি রবিবার সন্ধ্যায় সুবিধা বঞ্চিত , দরিদ্র শীতার্ত ২শ এতিম শিক্ষার্থী ও পুলিশ লাইনে ৩শ সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন’র আয়োজনে জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ ও বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আব্দুল আলিম মাহমুদ (বিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েছ, মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, ট্রাফিক অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক, গাইবান্ধা পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মাহবুব আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওয়াহেদুল ইসলাম, অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম, হাফিজিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা মনসুর রহমান খান, গণমাধ্যমকর্মী কায়সার প্লাবন, ফয়সাল রহমান জনি, শাকির হায়দার, সঞ্জয় সাহা, ফারহান শেখ, ওবায়দুল ইসলাম, মশিউর রহমান মিঠু, সুমন মিয়া সহ অনেকে