গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারের অবহেলায় ঝরেগেল একটি তরতাজা প্রান। গত শুক্রবার (৫ আগস্ট) সকালে ডেলিভারির জন্য সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভর্তি হয় মুনমুন নামে ২৬ বছরের এক গৃহবধু। বেলা ১১টায় হাসপাতার কর্তৃপক্ষ অনকলে পলাশবাড়ী সরকারী হাসপাতাল থেকে আসা নুসরাত হাবিব সার্জন এনে সিজার করায়। সিজার পরবর্তীতে রোগীর ব্লাড বন্ধ হয়না। ক্লিনিক কর্তপক্ষ নিজেরাই চার ঘন্টা চেষ্টার করে রোগীর ব্লাড বন্ধ করতে না পাড়লে এবং রোগীর অবস্থা বেগতিক দেখে বিকাল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রোগী মৃত্যুবরন করে।এদিকে রাত ১১টার দিকে মুনমুনের মরদেহ সিটি জেনারেল হাসপাতালের সামনে আনলে শোকের ছায়া নেমে আসে। এসময় ওই হাসপাতালের কোন কর্তৃপক্ষ বা কতর্ব্যরত ডাক্তারের দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারের মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া। গৃহবধু মুনমুন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কানিপাড়া গ্রামের আ. আজাদের স্ত্রী ও পৌরসভার খলসী গ্রামের মিলনের কন্যা। রোগীর পরিবার এই ক্লিনিরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি বলেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্য তদন্ত রিপোর্ট প্রদান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।