রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর বাসস্ট্যান্ড এলাকায় মটরসাইকেল- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার( ৪ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বাসস্ট্যান্ড নামক এলাকায় ছাইরুননেছা পলি ক্লিনিক মোড়ে এ দুঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয়দের থেকে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার সানোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম নতুন ডিসকভার মটরসাইকেল বগুড়া শোরুম থেকে কিনে নিয়ে তা চালিয়ে আসছিল। এমন সময় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের অটোরিকশা চালক জয়নাল অটোরিকশায় যাত্রী নিয়ে পলাশবাড়ী চৌমাথায় যাওয়ার সময় মটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা চালক জয়নাল ও মটরসাইকেল চালক রাকিবুলসহ আরো একজন গুরুত্বর আহত হন। এবং দূর্ঘটনায় উক্ত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আর নতুন ডিসকভার মটরসাইকেলের সামনের সম্মুখে ভেঙ্গে যায়। স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।