গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ১২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩১ অক্টোবর) সকালে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র এএসপি পরিচালক (মিডিয়া) মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,রোববার (৩০ অক্টোবর) রাতে ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর জুনদহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১২৫ গ্রাম হোরোইনসহ বগুড়ার নামাজগড় (ডালপট্টি) এলাকার বাবু ফকিরের ছেলে রিংকু ফকির (২৫) ও পুরান বগুড়ার জেলাদার পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জাফর হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়।
মোস্তাফিজুর রহমান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।