রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার ফুলছড়িতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন থেকে ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের মোঃ আব্দুর রহিম মধু মিয়া গংদের সাথে জমিজমা সংক্রান্ত জেরে বিরোধ চলে আসছিল। গত ১ ফেব্রুয়ারী বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করে আব্দুর রহিম মধু মিয়াসহ অন্যান্য আসামীরা।
এ ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি থানায় একটি মামলা হয়। যায় মামলা নং ৪/১৫, তারিখ ০৩/০২/২০২৩। মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদীসহ তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছেন।
গতকাল ৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিকালেd অভিযোগকারী ও হত্যা চেষ্টা মামলার বাদী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী গণমাধ্যমকর্মীদের অভিযোগ করে বলেন, তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে। আসামীগণ একদলভুক্ত, দুর্দান্ত, দাঙ্গাবাজ, মামলাবাজ, ভূমিদস্যু, আইন অমান্যকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। যার কারনে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।তাই আমি আমার পরিবারের নিরাপত্তার জন্য গাইবান্ধা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।